Here some description goes.....

>


MS-Access আমরা দু-রকম পদ্ধতিতে Query Create করতে পারি।

i.)                 Create Query in Design View
ii.)      Create Query by Wizard


Create Query in Design View :

          Create Query in Design View Option Double Click করতে হবে। এরপর আমরা একটি  Dialog Box দেখতে পাবো। এবার Dialog Box এর Tables Tab থেকে, যে Table এর উপর আমরা query তৈরী করতে চাই তা বাছাই করতে হবে। Add button Click করতে হবে। শেষে Close button Click করতে হবে। তারপর সেখানে আমরা একটি Window দেখতে পাবো। Window টি দুটি অংশে বিভক্ত, উপরের অংশে Table টির Graphical View দেখতে পাব এবং নিচের অংশে Query Builder এর Option গুলি দেখতে পাবো। সেখানে query -এর জন্য Field Name গুলির Table name, Sorting  method এবং Criteria গুলি Entry করতে হবে। তারপর File Menu থেকে Save Option Click করতে হবে। এবার আমরা একটি Dialog Box দেখতে পাবো। সেখানে Query টির নাম দিয়ে Ok button click করতে হবে। তাহলে আমাদের Query টি create হবে।

Create Query by Wizard :

          Create Query by Wizard Option Double Click করতে হবে। এরপর আমরা একটি  Dialog Box দেখতে পাবো। সেখানে Drop Down List থেকে Table টিকে বাছাই করতে হবে। Available Field list থেকে আমরা query তে যে Field গুলিকে দেখতে ইচ্ছুক সেগুলিকে বাছাই করতে হবে। তারপর Next button Click করতে হবে এবং Query টির একটি নাম দিয়ে Finish button Click করতে হবে। তাহলে আমাদের Query টি create হবে।

Leave a Reply